৩০ জুন পর্যন্ত জরিমানা ছাড়া গাড়ির ফিটনেস নবায়নের সুযোগ

যানবাহনের ফিটনেসের সময়সীমা অতিক্রান্ত হওয়ার পরও জরিমানা ছাড়া নির্ধারিত ফি জমা দিয়ে ৩০ জুনের মধ্যে তা নবায়নের সুযোগ পাওয়া যাবে বলে শনিবার জানিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। করোনা সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত সাধারণ ছুটিকালে যেসব যানবাহনের ফিটনেসের সময়সীমা অতিক্রান্ত হবে সেগুলো এর আওতাভুক্ত হবে বলে জানানো হয়েছে। সড়ক পরিবহন ও জনপথ বিভাগের জনসংযোগ কর্মকর্তা আবু নাসের বলেন, এ সময়ের মধ্যে যানবাহন মালিকরা কোনো জরিমানা ছাড়াই তাদের যানবাহনের ফিটনেস নবায়নের সুযোগ পাবেন।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশ ১৭ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ এবং ২৬ মার্চ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করেছে। সেই সাথে সরা দেশে ট্রেনসহ সব গণপরিবহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত হয়নি বলে শনিবার নিশ্চিত করেছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। এদিকে, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে শনিবার পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৩৫৯ জনে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, নভেল করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ৫ লাখ ৯৭ হাজার ১৮৫ জন। এদের মধ্যে বর্তমানে ৪ লাখ ৩৬ হাজার ৪৬৬ জন চিকিৎসাধীন এবং ২৩ হাজার ৫২৩ জন (৫ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। এছাড়া করোনাভাইরাস আক্রান্ত ১ লাখ ৬০ হাজার ৭১৯ জনের মধ্যে ১ লাখ ৩৩ হাজার ৩৬০ জন (৮৩ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন এবং ২৭ হাজার ৩৫৯ জন (১৭ শতাংশ) রোগী মারা গেছেন। সূত্র- ইউএনবি

আজকের বাজার/শারমিন আক্তার