৩০% লভ্যাংশ ঘোষণা করলো ডরিন পাওয়ার

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। ২২ অক্টোবর কোম্পানির পর্ষদ সভায় এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। ৩০ শতাংশের মধ্যে ২০ শতাংশ বোনাস ও ১০ শতাংশ নগদ লভ্যাংশ।
৩০ জুন, ২০১৬ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করা হলো।

জানা গেছে, মোট লভ্যাংশের মধ্যে নগদ ১০ শতাংশ লভ্যাংশ শুধু সাধারণ শেয়ারহোল্ডাররা পাবে। আর ২০ শতাংশ পাবে সবাই।

এই সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ৬৪ পয়সা। পূনর্মূল্যায়ন পরবর্তী এনএভি দাড়িয়েছে ৩৪ টাকা ৩৪ পয়সা। আর পূনর্মূল্যায়ন পূর্ববর্তী সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য বা এনএভি ছিল ২৪ টাকা ৬৭ পয়সা।

আগামী ১৮ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা বা এজিএম অনুষ্ঠিত হবে। আর এ জন্য রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে ১৩ নভেম্বর।