৩৩তম জাতীয় কবিতা উৎসব শুরু

মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে ‘বাঙালির জয় কবিতার জয়’ স্লোগানে শুক্রবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পাঠাগারের সামনে শুরু হয়েছে ৩৩তম জাতীয় কবিতা উৎসব।

জাতীয় কবিতা পরিষদ আয়োজিত দুই দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন কবি আসাদ চৌধুরী।

এবারের উৎসবে বাংলাদেশ, ভারত, তুরস্ক, মালদ্বীপ, মালয়েশিয়া, ইরাক ও শ্রীলঙ্কাসহ ১১টি দেশের কবি, লেখক, গবেষকরা অংশ নিচ্ছেন।

কবিতা উৎসব সকলের জন্য উন্মুক্ত। কবিতা আর গান দিয়ে শনিবার রাতে উৎসবের সমাপ্তি হবে। তথ্য-ইউএনবি

আজকের বাজার/এমএইচ