৩৯তম বিশেষ বিসিএস’র চূড়ান্ত ফল প্রকাশ আজ

৩৯তম বিশেষ বিসিএস এর চূড়ান্ত ফল আজ প্রকাশ হতে পারে। বাংলাদেশ কর্ম কমিশন (পিএসসি) সূত্রে এ তথ্য জানা গেছে। এ উপলক্ষে মঙ্গলবার বেলা ১২টা ৩০ মিনিটে বাংলাদেশ কর্ম কমিশনের বিশেষ বৈঠক হবে। বৈঠকে সিদ্ধান্ত হলে দুপুরেই প্রকাশ করা হবে ফল।

পিএসসি’র চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, বিশেষ এই বিসিএস পরীক্ষা নেয়া হয় চিকিৎসকদের জন্য। ফলাফলে সহকারী সার্জন আর সহকারী ডেন্টাল সার্জন পদে সাড়ে চার হাজারের বেশি শূন্যপদে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

২০১৮ সালের ৬ সেপ্টেম্বর ৩৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এরপর গত ৭ মার্চ এই বিসিএসের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ বিশেষ বিসিএস-এর প্রিলিমিনারি পরীক্ষায় সহকারী সার্জন পদে ১৩ হাজার ২১৯ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১৩ জন প্রার্থী পাস করেছিলেন। পাস করা প্রার্থীরা চূড়ান্ত নিয়োগের জন্য মৌখিক পরীক্ষা দিয়েছিলেন।