৩৯তম বিসিএস হবে চিকিৎসক নিয়োগের

৩৯তম বিসিএস হবে বিশেষ হবে সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজে চিকিৎসক নিয়োগের বিসিএস। ৭ নভেম্বর মঙ্গলবার আগারগাঁওয়ে সরকারি কর্ম কমিশন (পিএসসি) কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, ৩৯তম বিধিমালার সংশোধনের জন্য জনপ্রশাসনে সংশোধনের প্রস্তাব পাঠাবে পিএসসি। সূত্র জানান, এটি বিশেষ বিসিএস করার সিদ্ধান্ত হয়েছে। এই সংক্রান্ত কাগজপত্র জনপ্রশাসন মন্ত্রণালয়ে অনুমতির জন্য পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

সূত্র জানিয়েছে, ৩৯তম বিসিএসে ৪ হাজার ৫৪২ জন সহকারী সার্জন আর ২৫০ জন সহকারী ডেন্টাল সার্জন নেওয়া হবে। সব মিলে প্রায় পাঁচ হাজার চিকিৎসক নেওয়া হবে।

তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে কয়েকটি দৈনিকের খবরে বলা হয়েছে, ৩৯তম বিসিএস এ পদের সংখ্যা আরও বাড়তে পারে।

আজকের বাজার:এলকে/এলকে ৭ নভেম্বর ২০১৭