৩ দফা দাবিতে আবারও বিক্ষোভে কোটা আন্দোলনকারীরা

সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারির দাবিসহ আবারও তিন দফা দাবি নিয়ে আন্দোলনে নেমেছেন চাকরিপ্রত্যাশী ও শিক্ষার্থীরা।

প্রজ্ঞাপন জারির দাবিতে বুধবার সকাল সাড়ে ১০টা দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স লাইব্রেরি থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। যা টিএসসি হয়ে শাহবাগে পাবলিক লাইব্রেরির সামনে গিয়ে শেষ হয়।

পরে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জমায়েত হন শিক্ষার্থীরা। সেখানে বিভিন্ন স্লোগান দিতে দিতে সরকারের কাছে তারা তিনটি দাবি জানান।

আন্দোলনকারীদের দাবি হলো- ৫ দফার আলোকে যৌক্তিক কোটা সংস্কার করে প্রজ্ঞাপন জারি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং আন্দোলনে হামলাকারীদের উপযুক্ত বিচার করতে হবে।

আজকের বাজার/এমএইচ