৮ ব্যাংকের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১৮৮৬০

ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে সমন্বিতভাবে ৮ ব্যাংকের সিনিয়র অফিসার পদের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে ১৬৬৩ শূন্য পদের বিপরীতে এমসিকিউ পরীক্ষায় ১৮ হাজার ৮৬০ জন উত্তীর্ণ হয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও সদস্য সচিব (বিএসসি) মো: মোশাররফ হোসেন খান স্বাক্ষরিত ৮ ব্যাংকের ফলাফর সম্পর্কিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তীর্ণদের আগামী ২২ সেপ্টেম্বর শনিবার লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। ঢাকা শহরের ৮টি কেন্দ্রে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

লিখিত পরীক্ষায় অংশ নিতে প্রার্থীদের অবশ্যই ৩১ আগস্ট অনুষ্ঠিত এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্র সাথে আনতে হবে। এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্রই লিখিত পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণ্য হবে। কোন প্রার্থী এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্র সাথে না আনলে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।

এতে আরও বলা হয়, পরীক্ষা শুরুর কমপক্ষে এক ঘন্টা আগে পরীক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষা হলে শুধুমাত্র কলম ও প্রবেশপত্র ছাড়া কোন কিছু সঙ্গে রাখা যাবে না।

উত্তীর্ণদের তালিকা ও লিখিত পরীক্ষার আসনবিন্যাস দেখুন

আজকের বাজার/এমএইচ