৯০ দিনের মধ্যে শপথ না নিলে আসন শূন্য

নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, জাতীয় সংসদের অধিবেশন শুরুর ৯০ দিনের মধ্যে নির্বাচিত কোনো ব্যক্তি শপথ গ্রহণ না করলে সেই আসনকে শূন্য ঘোষণা করবে সংসদ সচিবালয়।

বিএনপির নির্বাচিত পাঁচ জন শপথ নেবেন না এমন প্রশ্নে তিনি এ কথা বলেন। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সচিব তার নিজ দফতরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

হেলালুদ্দীন আহমদ বলেন, গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে শপথ গ্রহণ করতে হবে। আর ৩০ দিনের মধ্যে সংসদ অধিবেশন আহ্বান করতে হবে। অধিবেশন শুরুর ৯০ দিনের মধ্যে শপথ ও অঙ্গীকারনামায় স্বাক্ষর না করলে সে আসন শূন্য ঘোষণার দায়িত্ব সংসদের।

সচিব আরো বলেন, নির্ধারিত সময়ের মধ্যে উপজেলা নির্বাচনের পরিকল্পনা নিচ্ছে নির্বাচন কমিশন। সে হিসেবে আগামী মার্চে এই নির্বাচন সম্পন্ন করতে চাচ্ছে ইসি।

তিনি বলেন, ফেব্রুয়ারিতে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা। ফলে আমাদের হাতে সময় মার্চ মাস। তাই মার্চেই নির্বাচন করার পরিকল্পনা নিয়ে আগাচ্ছি।

আজকের বাজার/এমএইচ