৯ প্রতিষ্ঠানের এজিএম আজ

আজ ১৩ ডিসেম্বর বৃহস্পতিবার পুঁজিবাজারে তালিকাভুক্ত ৯ টি প্রতিষ্ঠানের বার্ষিক সাধারণ সভা বা এজিএম অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো হলো- জেমিনি সি ফুড লিমিটেড, ডরিন পাওয়ার জেনারেশন এন্ড সিস্টেম রিমিটেড,এক্টিভ ফাইন কেমিক্যালস লিমিটেড, এএফসি এগ্রো বায়োটেক লিমিটেড, মেঘনা কনডেন্সড মিল্ক লিমিটেড,মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মতিন স্পিনিং মিলস লিমিটেড, বেঙ্গল উইন্ডসোর থামোপ্লাস্টিড লিমিটেড, বারাকা পাওয়ার লিমিটেড।

এদের মধ্যে জেমিনি সি ফুড লিমিটেডের এজিএম আজ সকাল ১০ টা ৪৫ মিনিটে রাজধানীর মোহাম্মদপুরে রামচান্দপুর ৫৩৩ ও ৫৩৪ বেইড়ি বাধের ইউল্যাব প্লে গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ সুপারিশ করেছে।

ডরিন পাওয়ার লিমিটেডের এজিএম আজ সকাল ১১ টায় রাজধানীর ঢাকা ক্যান্টনমেন্টে ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হবে। ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে।

এক্টিভ ফাইন কেমিক্যালস লিমিটেডের এজিএম আজ সকাল ১০ টায় রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে অনুষ্ঠিত হবে। ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ বোনাস লভ্যাংশ সুপারিশ করেছে।

এএফসি এগ্রোর এজিএম আজ সকাল ১১ টায় রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে অনুষ্ঠিত হবে। ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ সুপারিশ করেছে।

মেঘনা কনডেন্সড মিল্ক লিমিটেডের এজিএম আজ সকাল সাড়ে ১০ টায় কুমিল্লার মেঘনা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স-২ এর মেঘনা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে। ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরে কোন ডিভিডেন্ড দেয়নি।

মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এজিএম আজ বেলা ১২ টায় কুমিল্লার মেঘনা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স-২ এর মেঘনা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে। ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরে কোন ডিভিডেন্ড দেয়নি।

মতিন স্পিনিং মিলস লিমিটেডের এজিএম আজ সকার ১১ টায় গাজীপুরে ফ্যাক্টরি প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৭ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে।

বেঙ্গল উইন্ডসোর থামোপ্লাস্টিড লিমিটেডের এজিএম আজ সকাল ১১ টায় রাজধানীর তেজগাঁও ইনডাস্ট্রিয়াল এরিয়ার বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে অনুষ্ঠিত হবে। ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে।

বারাকা পাওয়ার লিমিটেডের এজিএম আজ বেলা সাড়ে ১২ টায় সিলেটের সুবিদ বাজার এলাকার “দি খানস প্যালেস কনভেনশন হলে ” অনুষ্ঠিত হবে। ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ সুপারিশ করেছে।

উল্লেখ্য, এজিএমে প্রতিষ্ঠানগুলোর সুপারিশকৃত ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদিত হতে পারে।

 

 

আজকের বাজার /মিথিলা