ডেঙ্গু প্রতিরোধে জনস্বাস্থ্য বিভাগের সবার ছুটি বাতিল

ডেঙ্গু প্রতিরোধের জন্য স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারী ও চিকিৎসকদের ছুটি বাতিল করা হয়েছে।

মঙ্গলবার সচিবালয়ে ডেঙ্গু প্রতিরোধ, বন্যা পরিস্থিতি মোকাবিলা ও গুজব প্রতিরোধ সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট সচিবদের নিয়ে একটি পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) শেখ মজিবুর রহমান বলেন, জনস্বাস্থ্য বিভাগের সবার ছুটি বাতিল ছাড়াও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ঈদে ছুটি না নেয়ার জন্য ‘স্ট্রংলি’ নিরুৎসাহিত করা হয়েছে।

পাশাপাশি, ডেঙ্গু প্রতিরোধে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিজ কর্মস্থল এবং নিজ আবাসন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান তিনি।

সচিব বলেন, যে হারে ডেঙ্গু রোগী বাড়ছে তাতে চিকিৎসকের স্বল্পতা রয়েছে। তাই যেসব চিকিৎসক এখনো প্রশিক্ষণে রয়েছেন, তাদের প্রশিক্ষণ বাদ দিয়ে এখন হাসপাতালে কাজে যোগ দেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, সকল শিক্ষা প্রতিষ্ঠান যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় এবং শিক্ষক ও শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে শিক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যে পরিপত্র জারি করেছে। ইউএনবি

আজকের বাজার/এমএইচ