দর পতনের শীর্ষে প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেড

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার আজও দর হাড়ানোর তালিকায়  ইন্স‌্যুরেন্স সেক্টর শীর্ষে। টপ টেন লুজারের সবগুলো প্রতিষ্ঠানই ইন্স্যুরেন্স সেক্টরের।আজ শতাংশের দিক দিয়ে দর হারিয়ে শীর্ষে উঠে এসেছে প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগের দিনের চেয়ে ১ টাকা ৮০ পয়সা বা ৮ দশমিক ২২ শতাংশ দর হারিয়ে টপ লুজারের শীর্ষে উঠে আসে প্রতিষ্ঠানটি। দিনশেষে প্রতিটি শেয়ারের লেনদেন হয় ২০ টাকা ১০ পয়সায়। আজ প্রতিষ্ঠানটির শেয়ারের মোট লেনদেন ছাড়ায় ১ কোটি ১৪ লাখ টাকা আর লেনদেন হয় ৫ লাখ ৬০ হাজার ২১২ টি শেয়ার।

এছাড়াও লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে কনটিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড। ২ পয়সা ৬০ পয়সা বা  ৭ দশমিক ৮৫ শতাংশ দর হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে আসে প্রতিষ্ঠানটি। সর্বশেষ প্রতিটি শেয়ারের লেনদেন হয় ২৫ টাকা ৪০ পয়সায়। মোট লেনদেন হয় ১১ লাখ ৮৭ হাজার ২৯৭ টি শেয়ার, যার বাজারমূল্য ৩ কোটি ১৩ লাখ টাকা।

টপ লুজারের তৃতীয় স্থানে উঠে আসা সিটি জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের এর দর কমেছে ২ টাকা ১০ পয়সা বা ৭ দশমিক ৫৮ শতাংশ। দিনশেষে প্রতিটি শেয়ারের লেনদেন হয় ১৯ টাকায়। মোট লেনদেন হয় ১৭ লাখ ৪২ হাজার ৮৬৮ টি শেয়ার, যার বাজার মূল্য ৩ কোটি ৪৬ লাখ টাকা।

এছাড়া, টপ টেন লুজারে থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হলো: পিপলস ইন্স্যুরেন্স লিমিটেড, রূপালী ইন্স্যুরেন্স লিমিটেড, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স লিমিটেড, প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড, সানলাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও ফারইস্ট ফিন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

 

 

আজকের বাজার/মিথিলা