অধিকৃত গোলান মালভূমিতে বসতি দ্বিগুণ করার পরিকল্পনার অনুমোদন ইসরাইলের

ইসরাইল সরকার অধিকৃত গোলান মালভূমিতে ইহুদি বসতিদের সংখ্যা দ্বিগুন করার লক্ষ্যে রোববার একটি পরিকল্পনার অনুমোদ দিয়েছে। প্রধানমন্ত্রীর দপ্তর একথা জানায়। খবর এএফপি’র।
সিরিয়া থেকে জোরপূর্বক দখল করা গোলান মালভূমির মেভো হমা কমিউনিটির এক বৈঠকে মন্ত্রিপরিষদ ৩০ কোটি ডলার ব্যয়ের এ পরিকল্পনার অনুমোদ দেয়। ১৯৮১ সালে মালভূমিটি ইসরাইল দখল করে। অধিকাংশ আন্তর্জাতিক গোষ্ঠী তাদের এমন পদক্ষেপের স্বীকৃতি দেয়নি।