অভিনেত্রীর আত্মহত্যার ফেইসবুক কাহিনী

কাজী হায়াৎ পরিচালিত ‘সর্বনাশা ইয়াবা’ ছবিতে অভিনয়ের মাধ্যমে শাহলা ইসলাম তমা সিনেমা পাড়ায় আলোচিত হন। এর আগে তিনি টিভি নাটকেও অভিনয় করেছেন। এবার আলোচিত হলেন ফেসবুকে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা করে।
মঙ্গলবার রাতে ঘুমের ট্যাবলেট, হারপিক ও স্যাভলন খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন এই চিত্রনায়িকা। তিনি জানান, ব্যক্তিজীবনের কিছু ঘটনার জন্যই তিনি এ পথ বেছে নিতে চেয়েছিলেন।
তার ফেসবুকের ওয়ালে তিনি আত্মহত্যার উপকরণের ছবি দিয়ে লেখেন- ‘আমাকে কারো লাগবে না। কিন্তু অন্যের বিপদে আমি ঠিকই সবকিছু ভুলে গিয়ে তার পাশে থাকি। আর আজ আমি সবার কাছে অপ্রয়োজনীয় হয়ে গেছি। ভালো থেকো তোমরা। আমার চেয়েও অনেক ধনী ঘরের মেয়েকে বিয়ে করে সুখে থেকো।’
তিনি আরো লিখেন- ‘প্রথমে দুই ধরণের ঘুমের ট্যাবলেট, তারপর হারপিক আর এখন স্যাভলন, এইবার আমাকে কে আটকায়? আমার প্রতি সবার ভালোবাসা শেষ হয়ে গেছে, বিদায়। আমার আজকের এই অবস্থার জন্য শুধু শাহজাহান সম্রাট ও তার পরিবার দায়ী।’
তমার এমন ফেসবুক স্ট্যাটাসের পর নিকটজনেরা তাকে বোঝানোর চেষ্টা করে।
নাটকের মাধ্যমে ২০০৯ সাল থেকে অভিনয়ে অভিনয় শুরু করেন তমা। তারপর সিনেমা জগতে অভিনয়ে ব্যস্ত হন। আয়না কাহিনী, জটিল প্রেম, পোড়ামন, প্রেম করব তোমার সাথে, সর্বনাশা ইয়াবা ও পুড়ে যায় মন এগুলো তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র।
আজকেরবাজার:সালি:এলকে/ আরআর/২০ এপ্রিল ২০১৭