অ্যামনেস্টি’র প্রতিবেদন আ’লীগের প্রত্যাখ্যান

বর্তমান সরকারের সময় দেশের গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে দাবি করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের জন্ম যে দেশে সেই দেশে ভুল সংবাদ পরিবেশনের জন্য দেড়শ বছরের পুরনো পত্রিকা বন্ধ হয়ে যায়। কিন্তু বাংলাদেশে হয় না। আমাদের দেশে সাংবাদিকরা অনেক বেশি স্বাধীনতা ভোগ করছে।’ তিনি আরো বলেছেন, ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটি পক্ষপাতদুষ্ট সংগঠন। তাই তাদের প্রতিবেদন আমরা প্রত্যাখ্যান করছি।’
আজ বুধবার,৩রা মে ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলটির প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেছেন ড. হাছান মাহমুদ।

ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বর্তমান সরকারের সময় সবচেয়ে বেশি চ্যানেল ও পত্রিকার অনুমোদন দেওয়া হয়েছে। যেগুলো এখন বিস্তৃতি ও বিকশিত হচ্ছে। বর্তমান সরকার মুক্ত গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে।’ তিনি আরো বলেছেন, ‘২০১৩ সালে যখন বিএনপি- জামায়াত জীবন্ত মানুষ পুড়িয়ে হত্যা করেছে তখন কিন্তু তারা (অ্যামনেস্টি) কোনো বিবৃতি দেয়নি। তাই বোঝা যায় তাদের একটি পক্ষপাতমূলক উদ্দেশ্য রয়েছে। আমরা তাদের বক্তব্য প্রত্যাখ্যান করছি।’

সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য আমিনুল ইসলাম আমিন, ড. শাম্মী আহমেদ, গোলাম কবীর রাব্বানী চিনু, সুভাষ সিংহ রায়, এনামুল হক চৌধুরী খসরু , সাংবাদিক কাশেম হুমায়ুন, আশরাফ সিদ্দিকী বিটু, রাশেদুল ইসলাম রাসেল প্রমুখ।
প্রসঙ্গত, মঙ্গলবার অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল তাদের প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করেছে গত কয়েক বছর ধরে বাংলাদেশে বাক-স্বাধীনতা অবরুদ্ধ রয়েছে।

আজকের বাজার:এলকে/এলকে/৩রা মে,২০১৭