ইঞ্জিন লাইনচ্যুত: গাজীপুরে দেড় ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল

গাজীপুরের ধীরাশ্রম স্টেশনে বুধবার সকালে ঢাকাগামী একটি ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার দেড় ঘণ্টা পর উত্তরবঙ্গের সাথে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে।

ধীরাশ্রম রেলওয়ে স্টেশন মাস্টার হেলাল উদ্দিন জানান, জামালপুর থেকে ঢাকাগামী কমিউটার এক্সপ্রেস সকাল সাড়ে ১০টার দিকে জয়দেবপুর স্টেশন ছেড়ে ধীরাশ্রম স্টেশনে ঢোকার আগ মুহূর্তে হঠাৎ ইঞ্জিনের চাকা লাইনচ্যুত হয়ে যায়। এতে ওই রুটের কয়েকটি ট্রেন জয়দেবপুর ও টঙ্গী স্টেশনে আটকা পড়ে।

পরে জয়দেবপুর থেকে আসা একটি উদ্ধারকারী ট্রেনের তৎপরতায় দুপুর ১২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।