ইয়েমেনে ব্যাপক সংঘর্ষের পর হুতি বিদ্রোহীদের দখলে গুরুত্বপূর্ণ সড়ক রুট

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সোমবার সানার উত্তর ও পূর্বে সরকারি সৈন্যদের পরাস্ত করে কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ একটি সড়ক দখল করে নিয়েছে। সামরিক বাহিনীর অনুগত কর্মকর্তারা একথা জানান।

সরকার পন্থী সূত্র জানায়, সানার সঙ্গে মারিব ও জাওফ প্রদেশের যুক্ত করা ওই সড়ক বিদ্রোহীরা দখল করে নিয়েছে। এই সামরিক সূত্র জানায়, সানায় গত ২৪ ঘণ্টার লড়াইয়ে অনেক লোক নিহত বা আহত হয়েছে। তবে তারা হতাহতের সংখ্যা জানাতে পারেনি। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন,‘হুতি বিদ্রোহীরা এখন জাওফ প্রদেশের রাজধানী হাজম দখল করার চেষ্টা চালাচ্ছে।’ ওই সূত্র জানায়, বিদ্রোহীরা বর্তমানে নগরী থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে রয়েছে।

সর্বশেষ এ লড়াইয়ের আগে জাওফ প্রদেশের অধিকাংশ এলাকা হুতিদের নিয়ন্ত্রণে থাকলেও এর রাজধানীর নিয়ন্ত্রণ রয়েছে সরকারি বাহিনীর হাতে। সরকারের অনুগত একটি সামরিক ঘাঁটিতে ১৮ জানুয়ারির ক্ষেপণাত্র হামলা এবং নতুন করে শুরু হওয়া ব্যাপক লড়াইয়ে মোট ১১৬ জন নিহত হয়েছে। প্রায় দু’সপ্তাহ আগে এ লড়াই ছড়িয়ে পড়ে। তথ্য-বাসস

আজকের বাজার/আখনূর রহমান