এতদিন কেন মর্যাদা চায়নি অপু : বুবলি

শাকিব খান-অপু বিশ্বাস প্রসঙ্গের মাঝে একটা নাম খুব বেশি শোনা যাচ্ছে। তিনি শবনম বুবলি। বুবলির সাথে শাকিবের ঘনিষ্ঠতা মানতে পারছেন না অপু। সর্বশেষ ‘রংবাজ’ ছবিতে বুবলিকে শাকিবের নায়িকা করায় ক্ষিপ্ত হয়ে টিভি লাইভে এসে হাটে হাঁড়ি ভেঙ্গে দিয়েছেন অপু।

এদিকে বিষয়টি নিয়ে নীরবতা ভাঙলেন বুবলি। তিনি ফেসবুক স্ট্যাটাসে পাল্টা প্রশ্ন করে বলেন- ‘২০০৮ সাল থেকে সে (অপু) বিবাহিত তাহলে এতোদিন কেনো মর্যাদা চায়নি? শাকিব না হয় লুকিয়েছে, সে লুকায়নি? কেনো, ক্যারিয়ারের জন্য? একজন স্ত্রীর কাছে ক্যারিয়ার এতোই বড়?

বুবলি বলেন, ‘আমাকে ‘রংবাজ’ ছবির নায়িকা করার পর নাকি তার মাথা গরম হয়ে গেছে। সে শাকিবকে লোক মারফতে জানালো (যেহেতু সেই বলেছে শাকিব আর তার নাকি কথা হয়না এক বছরের মত) তাকে নিয়ে একটি ছবির নিউজ করাতে না হয় আমাকে নিয়ে ছবির নিউজ বন্ধ করাতে, না হলে এটার শেষ দেখে ছাড়বে সে। আজকে এই মুভি করা নিয়েই তো এতো কিছু, তাকে নিয়ে মুভি ঘোষণা দিলেই কি সে বাচ্চার স্বীকৃতি চাইতো?’

‘অপু বিশ্বাস আরও বলেছেন, তার সাথে শাকিবের গত এক বছরের মত কথা হয়না, এটা কি কোন সম্পর্কের জন্য স্বাভাবিক? তখনও তো স্বীকৃতি চাইতে সবার সামনে আসলো না। কেনো? সে আরও বললো, তার ডেলিভারি হয়েছে গত বছর সেপ্টেম্বরে। তাহলে তখন আসলো না স্বীকৃতির জন্য। কেনো? শাকিব না হয় লুকিয়েছে, সে লুকায়নি? একজন মায়ের কাছে কি সন্তানের থেকে ক্যারিয়ার বড়?

বুবলি অভিযোগ করেন, অপু বিশ্বাস চায়নি শাকিবের সঙ্গে তাকে ছাড়া অন্য কোন জুটি গড়ে উঠুক। অপু বিশ্বাস তার বাইরে কোন জুটি হোক এমনটি চায়নি বলেই কি তার মর্যাদা এতদিন চাইল না আর সন্তানের স্বীকৃতি এতোদিন চাইলো না।

বুবলি জানান ‘বসগিরি’ ছবি ছাড়াও সিনেমায় অভিনয় তিনি শুরু করতেন। এ অভিনেত্রী বলেন, ‘একজন মানুষকে তারকা বানায় তার দর্শকরা, ভক্তরা। যার জন্য আমি আমার দর্শক এবং ভক্তদের কাছে কৃতজ্ঞ এতো অল্প সময়ে আমাকে এতো ভালোবাসা দেবার জন্য। আজকে আমি বসগিরি দিয়ে এন্ট্রি না করলে ‘প্রিয়া রে’ ছবি দিয়ে আসতাম কারণ সব প্রস্তুতি সেভাবেই নেওয়া হয়েছিল। এটা ওই ছবির ডিরেক্টর, প্রডিউসার থেকে শুরু করে অনেকেই জানেন। ‘প্রিয়া রে’ তো অন্য কারও মুভি ছিল না, তখন সে কি বলতো?

শাকিব খানের প্রতি অগাধ শ্রদ্ধার কথা উল্লেখ করে বুবলি বলেন, সহশিল্পীদের সবার সাথে সবার ভালো বোঝাপড়া থাকে যেটা আমার সাথে শাকিবের আছে এবং থাকবে। তাকে অনেক শ্রদ্ধা করি যেটা একদিনে তৈরি হয়না যে একদিনে কমে যাবে।’