এফবিসিসিআই নির্বাচন: ব্যবসায়ী ঐক্য ফোরামের প্যানেল ঘোষণা

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) ২০১৭-২০১৯ সালের নির্বাচন উপলক্ষে ১৮ সদস্যের প্যানেল ঘোষণা করেছে ব্যবসায়ী ঐক্য ফোরাম।

মঙ্গলবার ২৫ এপ্রিল সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে প্যানেল ঘোষণা করেন ফোরাম সমন্বয়কারী কাজী ইফতেকার হোসেন বাবুল।

অ্যাসোসিয়েশনের পরিচালক প্রার্থীদের মধ্যে রয়েছেন- মোহাম্মদ উল্ল্যাহ্ পলাশ, ওবায়দুর রহমান, মো. শফিকুর রহমান ভূঁইয়া, মো. মিজানুর রহমান বাবুল, মোহাম্মদ জালাল উদ্দিন, তাহের আহমদ সিদ্দিকি, ডা. মাহবুব হাফিজ,  এম জি আর নাসির মজুমদার, ড. কাজী এরতেজা হাসান, কাজী শোয়েব রশিদ, ফেরদৌস হুদা চৌধুরী, মোহা. ইসহাকুল হোসেন সুইট, মো. গিয়াস উদ্দিন চৌধুরী (খোকন),  এনায়েত হোসেন চৌধুরী, মো. আমির উদ্দিন বিপু, হেলেনা জাহাঙ্গীর, মো. রাব্বানী জব্বার এবং মো. আলি জামান।

এ সময় নির্বাচনী কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে- এফবিসিসিআইয়ে সেক্টর ভিত্তিক প্রতিনিধি নিশ্চিতকরণ, প্রযুক্তি নির্ভর গতিশীল এফবিসিসিআই গড়ে তোলা, জাতীয় অর্থনৈতিক কর্মকান্ডে এফবিসিসিআইয়ের ভূমিকা নিশ্চিত করা, সরকারি প্রতিষ্ঠানসমূহে এফবিসিসিআইয়ের বলিষ্ঠ ভূমিকা নিশ্চিত করা, এফবিসিসিআইয়ের অধিভুক্ত সমিতিগুলোর প্রাতিষ্ঠানিক উন্নয়ন করা, ক্ষুদ্র, মাঝারি ও কৃষিভিত্তিক শিল্প-ব্যবসার উন্নয়নে এফবিসিসিআইয়ের ভূমিকা নিশ্চিত করা, নতুন উদ্যোক্তাদের জন্য চেম্বার ও অ্যাসোসিয়েশনের সুপারিশে ব্যাংক ঋণ প্রাপ্তি নিশ্চিত করা, কার্যকর রিসার্চ সেল প্রতিষ্ঠার মাধ্যমে এফবিসিসিআইকে আন্তর্জাতিক মানের ব্যবসায়ী সংগঠন হিসেবে গড়ে তোলা, নতুন রপ্তানি বাজার সম্প্রসারণের উদ্যোগ নেয়া। সকল রপ্তানিকারকদের জন্য প্রণোদনা নিশ্চিত করা এবং এফবিসিসিআইয়ের পরিচালনা বোর্ডকে মতাশালী ও গতিশীল করা।

এর আগে গত ২০ এপ্রিল বৃহস্পতিবার শফিউল ইসলাম মহিউদ্দিনের নেতৃত্বে ৩৬ সদস্যের প্যানেল ঘোষণা করা হয়।

গত ২ এপ্রিল থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে ১০ এপ্রিল সোমবার তা শেষ হয়েছে। এখন যাচাই-বাছাই শেষে ২৩ এপ্রিল বৈধ মনোনয়নপত্র প্রকাশ করা হয়।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের পরিচালক পদের এ নির্বাচনের তালিকায় চূড়ান্ত ভোটার সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৩শ’ ৪১ জন।

৬০টি পরিচালক পদের মধ্য থেকে আগামি ১৪ মে নির্বাচনে ৩৬টি পদে পরিচালক সদস্যদের ভোটে নির্বাচিত হবেন এবং বাকি ২৪ জন পরিচালক অ্যাসোসিয়েশন ও চেম্বার থেকে মনোনীত হয়ে আসবেন। এরপর মনোনীত পরিচালকদের ভোটে ১৬ মে সভাপতি ও দুই সহ-সভাপতি নির্বাচিত হবেন।

আজকের বাজার: এসআর/ ২৫ এপ্রিল ২০১৭