এবার জিপিএ-৫ কমেছে ৫ হাজার

২০১৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় পাসের হার কমার পাশাপাশি জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও ২০১৬ সালের তুলনায় কমেছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় পরীক্ষার ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তরের সময় এ তথ্য জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

তিনি জানান, এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৮০ দশমিক ৩৫ শতাংশ। ২০১৬ সালে ৮৮ দশমিক ২৩ শতাংশ পরীক্ষার্থী পাস করেছিল। আর এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ১ লাখ ৪ হাজার ৭৬১ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ২০১৬ সালে ১ লাখ ৯ হাজার ৭৬১ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল। পুন:নিরীক্ষণের পর ওই সংখ্যা আরও বেড়েছিল। অর্থাৎ বছরের ব্যবধানে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৫ হাজার কমেছে।
নুরুল ইসলাম নাহিদ বলেন, এবার ১০ বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১৭ লাখ ৮১ হাজার ৯৬২ জন। তাদের মধ্যে ১৪ লাখ ৩১ হাজার ৭২২ জন পাস করেছে।

তিনি জানান, এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় গড় পাসের হার ৮১ দশমিক ২১ শতাংশ। গতবার এই হার ছিল ৮৮ দশমিক ৭০ শতাংশ। অর্থাৎ এবার পাসের হার ৭ দশমিক ৪৯ শতাংশ কমেছে। তবে গতবারের তুলনায় এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ কিছুটা বেড়েছে। এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় মোট ৯৭ হাজার ৯৬৪ জন জিপিএ-৫ পেয়েছে; যা ২০১৬ সালের তুলনায় ১ হাজার ১৯৫ জন বেশি।

এবার দাখিলে পাসের হার ৭৬ দশমিক ২০ শতাংশ; যা ২০১৬ সালে ৮৮ দশমিক ২২ শতাংশ ছিল। অর্থাৎ, দাখিলে এবার পাসের হার ১২ দশমিক ০২ শতাংশ কমেছে। কারিগরি বোর্ডের অধীনে এসএসসি (ভকেশনাল) পরীক্ষায় পাসের হার ৭৮ দশমিক ৬৯ শতাংশ; যা ২০১৬ সালে ৮৩ দশমিক ১১ শতাংশ ছিল।

আজকের বাজার:এসএ/এলকে/০৪ মে ১৭