ঐতিহাসিক ৭ ডিসেম্বর শেরপুর মুক্ত দিবস পালন

আজ ঐতিহাসিক ৭ ই ডিসেম্বর আজকের এদিনে ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীকে পরাজিত করে শেরপুর এর শহীদ দারোগ আলী পার্কে মিত্র বাহিনীর প্রধান জগজিৎ সিং অরোরা স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করেন এবং এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি শেরপুরকে মুক্ত ঘোষণা করেন।এ দিবসকে যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য আজ ৭ ই ডিসেম্বর ৬ ঘটিকায় শেরপুর এর নিউ মার্কেটে মুক্তিযুদ্ধ জাদুঘর-শহীদ মোস্তফা পাঠাগারে  বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী শেরপুর জেলা সংসদ ঐতিহাসিক ৭ ই ডিসেম্বর উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। উক্ত সভায়  সভাপতিত্ব করেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী শেরপুর জেলা সংসদ এর সম্মানিত সভাপতি ও কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য অধ্যাপক তপন সারওয়ার এতে বক্তব্য রাখেন উদীচী শেরপুর জেলা সংসদের সহ সভাপতি দুলাল উদ্দিন, এরশাদ আলী, সাবেক সভাপতি কমল চক্রবর্তী একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি শেরপুর জেলার সাধারণ সম্পাদক আ স ম সোহেল নয়ন, মুক্তিযুদ্ধ জাদুঘর-শহীদ মোস্তফা পাঠাগার এর সাধারণ সম্পাদক শুভজিৎ নিয়োগী, বিপ্লবী রবি নিয়োগী সংগীত বিদ্যালয়ের অধ্যক্ষ জাকির হোসেন। অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করে উদীচী শেরপুর জেলা সংসদের আবৃতি বিষয়ক সম্পাদক শ্যামলী মালাকার। সঙ্গীত পরিবেশন করেন অর্পিতা পাল, রাজন মিয়া, অর্পণ পাল, লালন হাসান।  বাদ্যযন্ত্র ছিলেন মজিবর রহমান। অনুষ্ঠানে সঞ্চালনা করেন উদীচী শেরপুর জেলা সংসদের সাধারণ সম্পাদক রীতেশ কর্মকার অনুষ্ঠানে সহযোগিতায় ছিল মুক্তিযুদ্ধ জাদুঘর-শহীদ মোস্তফা পাঠাগার।

রীতেশ কর্মকার, শেরপুর