ওয়াশিংটনে বাইডেন-লুলার বৈঠক নিয়ে ব্রাজিল ও যুক্তরাষ্ট্রের পরিকল্পনা

ব্রাজিলের নবনির্বাচিত প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সাক্ষাতের পরিকল্পনা করছেন। আগামী বছরের ১ জানুয়ারি দায়িত্ব নেয়ার আগেই উভয়ের মধ্যে সাক্ষাত অনুষ্ঠিত হতে পারে।
লুলা এবং মার্কিন কর্মকর্তারা শুক্রবার এ কথা জানান।
হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের (এনএসসি) মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেন, আমি নিশ্চিত করে বলতে পারি, আমরা সফরের পরিকল্পনা করছি। আমরা উপযুক্ত সময়ে লুলাকে এখানে স্বাগত জানাতে উন্মুখ।
এনএসসি’র অপর মুখপাত্র এদ্রিন ওয়াটসন বলেছেন, বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সোমবার ব্রাজিল যাচ্ছেন। তিনি লুলার সাথে সাক্ষাতের পাশাপাশি বিদায়ী প্রেসিডেন্ট জইর বলসনারোর প্রশাসনের সদস্যদের সাথেও দেখা করবেন।
ব্রাজিলে অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে বামপন্থী লুলা কট্টর ডানপন্থী বলসনারোকে পরাজিত করেন। এর আগে লুলা ২০০৩ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত দুই মেয়াদে দেশটির প্রেসিডেন্ট ছিলেন।
লুলা জানিয়েছেন, সুলিভানের সাথে বৈঠককালে তারা উভয়ে ওয়াশিংটন সফরের তারিখ নির্ধারনে কথা বলবেন।
সম্ভবত ১২ ডিসেম্বরের পরে সফরের তারিখ নির্ধারিত হবে বলে লুলা জানান।