কমছে না তেলের দাম

আপাতত জ্বালানি তেলের দাম কমানোর পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

তিনি বলেন, এখন আন্তর্জাতিক বাজার ঊর্ধ্বমুখী থাকায় দাম কমানো সম্ভবপর হচ্ছে না। তেলের মূল্য কমানো হলে তার সুফল সাধারণ জনগণ সরাসরি উপভোগ করতে পারে না।

তেলের দর কমালে ভর্তুকি বেড়ে গিয়ে তা আবার জনগণের উপর চাপ ফেলবে বলেও মন্তব্য করেন জ্বালানি প্রতিমন্ত্রী।

রোববার ৭ মে সংসদে রুস্তম আলী ফরাজী তেলের দাম কমানোর পরিকল্পনার কথা জানতে চাইলে প্রতিমন্ত্রী নসরুল হামিদ এসব কথা বলেন।

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমতে কমতে ২০১৬ সালে তা ৩৩ ডলারে নেমে আসার পর বিভিন্ন মহলের দাবিতে ডিজেল ও কেরোসিনের দাম ৪ শতাংশ এবং অকটেন ও পেট্রোলের দাম ১০ শতাংশের মতো কমানো হয়েছিল। ফার্নেস অয়েলের দাম প্রতি লিটার ৬০ টাকা থেকে ৪২ টাকায় নামিয়ে আনা হয়।

জ্বালানি তেলের দাম আরও কমানোর দাবি থাকলেও সরকার আর তাতে সাড়া দেয়নি।

গতবছরের শেষ দিকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জ্বালানি তেলের দাম কমিয়ে আনার উদ্যোগের কথা বললেও শেষ পর্যন্ত তা হয়নি।

আজকের বাজার: আরআর/ ০৭ মে ২০১৭