করোনাভাইরাস: হাবিপ্রবির শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণার প্রেক্ষিতে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. ফজলুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বজুড়ে ভয়াবহ আকার ধারণ করা করোনাভাইরাস প্রতিরোধে সরকারের সিদ্ধান্তের আলোকে দেশের সব শিক্ষা কার্যক্রম আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে।

বিশ্বব্যিালয়ের হল সুপার কাউন্সিলের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্র-ছাত্রীদের বুধবার দুপুর ১২টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয়া হয়। আগামী ৩১ মার্চ দুপুর ১২টায় পুনরায় হলগুলো খুলে দেয়া হবে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের বিষয়ে সংশ্লিষ্ট হল সুপার সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। সূত্র-ইউএনবি

আজকের বাজার/শারমিন আক্তার