করোনায় বাগেরহাটে স্বাস্থ্য কর্মীর মৃত্যু

ফকিরহাট উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক স্বাস্থ্য কর্মীর মৃত্যু হয়েছে।

খুলনায় করোনা বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তিনি মারা যান। এনিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে ২৩ জনের মৃত্যু হলো।

মৃত মিঠুন হীরা (২৮) উপজেলার ডহরমৌভোগ গ্রামের কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রভাইডার ও ওই গ্রামের কালীদাস হীরার ছেলে।

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার সমাদ্দার জানান, নমুনা পরীক্ষা করে আট দিন আগে স্বাস্থ্য কর্মী মিঠুনের করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর তাকে খুলনায় করোনা বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির জানান, শনিবার পর্যন্ত বাগেরহাটে নতুন করে আরও চার জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯৮৩ জন এবং সুস্থ হয়েছেন ৯৩৯ জন।