করোনা নিয়ন্ত্রণে ফিজির বিভিন্ন শহরে লকডাউন

ফিজি করোনা ভাইরাস নিয়ন্ত্রণে বৃহত্তম দ’ুটি শহরে লকডাউন জারি করেছে। প্রশান্ত মহাসাগরীয় এ দ্বীপে গত ১২ মাসের মধ্যে কমিউনিটি ট্রান্সমিশনে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, নদীর কোয়ারেন্টিন কেন্দ্রে এক সৈন্যের সংস্পর্শে আসা ৫৩ বছরের এক নারীর সংক্রমণ ধরা পড়েছে।
স্বাস্থ্য বিভাগের এক বিবৃতিতে বলা হয়, কন্টাক্ট ট্রেসিং জোরদারে সহায়তা এবং আরো সংক্রমণ এড়াতে নদী ও লাওতোকা এলাকায় লকডাউন ঘোষণা করা হয়েছে। এটি স্থানীয় সময় আজ ভোর চারটা থেকে শুরু হচ্ছে।
উল্লেখ্য, সীমান্ত নিয়ন্ত্রন ও কঠোর আইসোলেশন পদক্ষেপের মাধ্যমে ফিজি ব্যাপকভাবে করোনা নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে। ফিজির জনসংখ্যা ৯ লাখ ৩০ হাজার। এর মধ্যে ১’শরও কম লোক করোনায় আক্রান্ত হয়েছে এবং মারা গেছে মাত্র ২ জন।
এদিকে সংক্রমিত ওই নারীর সংম্পর্শে আসা ৩’শ ৩০ জনেরও বেশি লোককে আইসোলেশানে রাখা হয়েছে।
এছাড়া নদী ও লাওতোকা ছাড়াও অন্যান্য এলাকার লোকজনকে ঘরে থাকার পরামর্শ দেয়া হয়েছে।