কুকুর হত্যার দায়ে যুবকের ৮ মাসের কারাদণ্ড

দক্ষিণ কোরিয়ায় একটি কুকুরকে হত্যার দায়ে বুধবার এক ব্যক্তিকে ৮ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। সংবাদ সংস্থা ইয়োনহাপ জানায়, স্থানীয় একটি ফাস্ট ফুডের দোকানের কর্মী জিয়ংকে(২৮)কুকুর হত্যার দায়ে ৮ মাসের সাজা দিয়েছে পশ্চিম সিউলের জেলা আদালত। জিয়ং গত বছরের অক্টোবরে দেশের প্রাণী সুরক্ষা আইন লঙ্ঘন করে একটি কুকুরকে হত্যা করে। পরে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় কুকুরটিকে পাওয়া যায়। এর আগে জিয়ংকে ১৮ মাসের কারাদণ্ড প্রদানের আবেদন জানিয়েছিলেন প্রসিকিউটররা।

গত বছরের নভেম্বরে একটি বিড়াল হত্যার দায়ে এক ব্যক্তিকে(৩০)৬ মাসের কারাদণ্ড দিয়েছিল একই জেলা আদালত। এছাড়া চলতি মাসের শুরুতে দুই দিনে দুটি বিড়াল হত্যার জন্য রাজধানী সিউলের দক্ষিণে অবস্থিত সুওন জেলা আদালত এক ব্যক্তিকে(৫০)চার মাসের কারাদণ্ড দেয়। সূত্র-ইউএনবি

আজকের বাজার/আখনূর রহমান