কুমিল্লায় চাঁদাবাজির ঘটনায় ৪ জনের বিরুদ্ধে মামলা

জেলার দেবিদ্বারে পরিবহনে চাঁদাবাজির ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা করেছে র‌্যাব। এ ঘটনায় উপজেলার গুনাইঘর আজমত উল্লাহ মুন্সী বাড়ির মো. শাহ আলমের ছেলে নূর আলমকে (২৬) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তার আসামিসহ চারজনকে আসামি করে দেবিদ্বার থানায় মামলা দায়ের করেন কুমিল্লা র‌্যাব -১১ এর ডিএডি খালেদ। মামলায় অভিযুক্ত অপর আসামিরা হলেন-উপজেলা সদরের সাদ্দাম হোসেন, মো. সুমন ও রুহুল আমীন। মঙ্গলবার সন্ধ্যায় র‌্যাব -১১ এর সিপিসি-২ এর কুমিল্লাস্থ কার্যালয় এসব তথ্য জানায়।

মামলায় অভিযোগ করা হয়, র‌্যাব-১১ এর সিপিসি-২, কুমিল্লার একটি দল সোমবার বিকালে দেবিদ্বার থানার পুরান বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় পরিবহন থেকে চাঁদা আদায় করার অভিযোগে চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য মো. নূর আলমকে আটক করে র‌্যাব। তার কাছ থেকে চাঁদাবাজির নগদ ২ হাজার ৪০০ টাকা, মোবাইল ফোন ও চাঁদাবাজির কাজে ব্যবহৃত ১০০টি ভুয়া রশিদ উদ্ধার করা হয়। পরে আটক নূর আলমকে জিজ্ঞাসাবাদে ওই চক্রের সদস্যদের নাম প্রকাশ করার পর র‌্যাবের ডিএডি খালেদ বাদী হয়ে দেবিদ্বার থানায় চারজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ইকতিয়ার মিয়া জানান, আটক নূর আলমসহ চারজনের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে চাঁদাবাজির মামলা দায়ের করে। নূর আলমকে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সূত্র-ইউএনবি

আজকের বাজার/আখনূর রহমান