কেলি প্রেস্টন মারা গেছেন

Actress Kelly Preston poses for photographers during a photo call for the film 'Gotti' at the 71st international film festival, Cannes, southern France, Tuesday, May 15, 2018. (Photo by Arthur Mola/Invision/AP)

হলিউড অভিনেত্রী কেলি প্রেস্টন মারা গেছেন। তার বয়স হয়েছিল ৫৭ বছর।

তার স্বামী জন ট্রাভোল্টা এক ইনস্টাগ্রাম পোস্টে জানান, গত দুই বছর ধরে স্তন ক্যানস্যারের সাথে লড়াই করার পর তার স্ত্রী মারা গেছেন।

ট্রাভোল্টা বলেন, ‘অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি আমার স্ত্রী কেলি স্তন ক্যান্সারের সাথে তার দুই বছরের যুদ্ধে হেরে গেছেন। তিনি সবার ভালোবাসা এবং সমর্থন দিয়ে সাহসের সাথে লড়াই করেছেন।’

চলচ্চিত্র এবং টেলিভিশনে দীর্ঘ সময় অভিনয় করেছেন অভিনেত্রী কেলি প্রেস্টন। ১৯৯৯ সালে নির্মিত ‘ফর দ্য লাভ অফ দ্য গেম’ ছবিতে কেভিন কস্টনারের বিপরীতে অভিনয় করেছেন তিনি। ২০০৩ সালে তিনি ‘হোয়াট এ গার্ল ওয়ান্টস’ এবং লাইভ-অ্যাকশন অভিযোজনে মায়ের চরিত্রে অভিনয় করেছেন।

তিনি মাঝে মধ্যে তার স্বামীর সাথেও ছবিতে কাজ করতেন।

১৯৯১ সালে প্যারিসে একটি অনুষ্ঠানে প্রেস্টন এবং ট্রাভোল্টারের বিয়ে হয়েছিল। ১৯৮৮ সালে ‘দ্য এক্সপার্টস’ ছবিতে ট্র্যাভোল্টা ও প্রেস্টনের প্রথম দেখা হয়েছিল।

স্বামী জন ট্রাভোল্টার সাথে কেলিকে ২০১৮ সালে গ্যাংস্টার ড্রামা ‘গট্টি’তে সর্বশেষ অভিনয় করতে দেখা যায়।