গার্মেন্টস শিল্প রক্ষায় ঐক্যবদ্ধ ১২ সংগঠন

সম্ভাবনাময় গার্মেন্টস শিল্প রক্ষায় দেশের পৃথক ১২টি শ্রমিক সংগঠন ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছে।

শনিবার ২২ এপ্রিল দুপুরে রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে এক যৌথ সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা এ ঘোষণা দেন।

এ সময় তারা ৭ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- গার্মেন্টস শিল্পসহ সকল শ্রমিকের নিরাপত্তা নিশ্চিতকরণ ও শ্রমিকদের মর্যাদাপূর্ণ জীবনের উন্নতি ঘটানো, শ্রমিকদের মজুরি সুবিধা বৃদ্ধি করা, স্থায়ী মজুরি কমিশন গঠন, শ্রমিকের গ্রাচুইটি ৩০ দিনের স্থলে ৪৫ দিনে বর্ধিত করা, নারী শ্রমিকের পূর্ণ বেতনসহ মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করা, গার্মেন্টস পল্লী বাস্তবায়নের মাধ্যমে আবাসন সমস্যার সমাধান এবং রানা প্লাজাসহ সকল কারখানা  দুর্ঘটনার দ্রুত বিচার সম্পন্ন করা।

বাংলাদেশ জাতীয় গার্মেন্টস  শ্রমিক কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম রনি বলেন, আমরা শ্রমিকের অধিকার নিশ্চিত করার পাশাপাশি আমাদের দেশীয় কাঠামোতে এ খাতের সকল সমস্যার সমাধান করার চেষ্টা করবো। শিল্পের সাথে জড়িত শ্রমিকের জীবিকা ও দেশীয়  পরিস্থিতি বিবেচনা করে শ্রমমান ও সকল বিষয়কে গুরুত্ব দেওয়া হবে।
২৪ এপ্রিল রানা প্লাজা দিবসের কথা স্মরণ করে তিনি বলেন, রানা প্লাজায় আমাদেরই ভাই-বোনেরা হতাহত হয়েছেন। আমরা এমন ঘটনার পুনরাবৃত্তি দেখতে চাই না।

আজকের বাজার:আরআর/ ২২ এপ্রিল ২০১৭