চবি শিক্ষক সমিতির ভোট চলছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদ মিলনায়তনে বুধবার সকাল ৯টা থেকে বিরতিহীন ভাবে দুপুর দেড়টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এর আগে ২০ এপ্রিল ৫২ জন ও ২৩ এপ্রিল ৮৮ জন ভোটার অগ্রিম ভোট প্রদান করেছেন।

এবারের নির্বাচনে বাঙালি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ প্রগতিশীল শিক্ষক সমাজ (হলুদ দল) এবং স্বাধীনতা, গণতন্ত্র, বাংলাদেশি জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধে উজ্জীবিত শিক্ষক সমাজ (সাদা দল) অংশগ্রহণ করছে।

প্রধান নির্বাচন কমিশনার ও ইনস্টিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভারমেন্টাল সায়েন্সের প্রফেসর ড. মোহাম্মদ মহিউদ্দিন দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। যা দুপুর দেড়টায় শেষ হবে। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা হচ্ছে ৮৮৭ জন। এর আগে দুই দফায় ১৪০ জন অগ্রিম ভোট প্রদান করেছেন।

হলুদ দলের প্রার্থীরা হলেন- সভাপতি পদে পদার্থবিদ্যা বিভাগের প্রফেসর ড. মিহির কুমার রায়, সহ-সভাপতি পদে ইতিহাস বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ মাহাবুবুল হক, কোষাধ্যক্ষ পদে ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল হক, সাধারণ সম্পাদক পদে ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ মুয়াজ্জম হোসেন, যুগ্ম সম্পাদক পদে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাধব চন্দ্র দাস, সদস্য পদে ফলিত পদার্থবিদ্যা, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম, ইনস্টিটিউট অব এডুকেশন এন্ড রিসার্চের সহকারী অধ্যাপক মো. ইফতেখার আরিফ, ফার্মেসি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ কামরুল হুসাইন, রাজনীতি বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. বখতিয়ার উদ্দিন, চারুকলা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক শায়লা শারমিন, মার্কেটিং বিভাগের প্রফেসর এস এম সালামত উল্যা ভূঁইয়া।

অন্যদিকে সাদা দলের প্রার্থীরা হলেন- সভাপতি পদে রসায়ন বিভাগের প্রফেসর ড. আবদুল মান্নান, সহ-সভাপতি পদে ইনস্টিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভারমেন্টাল সায়েন্সের প্রফেসর ড. মোহাম্মদ আকতার হোসেন, কোষাধ্যক্ষ পদে মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মো. বজলুর রহমান, সাধারণ সম্পাদক পদে ইনস্টিটিউট অব মেরিন সাইন্স এন্ড ফিশারিজের প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক পদে মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শের মাহামুদ, সদস্য পদে আরবি বিভাগের প্রফেসর ড. আবুস সা’দাত মুহাম্মদ আবদুল মান্নান চৌধুরী, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ মুশারফ হোসেন, আন্তর্জাতিক সর্ম্পক বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু নছর মুহাম্মদ আব্দুল মাবুদ, ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইকবাল সরোয়ার, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহ আলম।

আজকের বাজার:এলকে/ এলকে/২৬এপ্রিল,২০১৭