জিয়া সভাপতি, জেসিআই বাংলাদেশের ডেপুটি প্রেসিডেন্ট ইমরান কাদির

আজ ঢাকা লি মেরিডিয়ান হোটেলে জেসিআই বাংলাদেশের জাতীয় গভর্নিং বডির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জিয়াউল হক ভূঁইয়া জাতীয় সভাপতি ও ইমরান কাদির উপ-জাতীয় সভাপতি নির্বাচিত হন। নতুন বোর্ড ২০২৩ সালের মেয়াদে দায়িত্ব পালন করবে। নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন জেসিআই বাংলাদেশের সাবেক সভাপতি সারাহ কামাল। নিয়াজ মোর্শেদ এলিট, ২০২২ JCI বাংলাদেশের জাতীয় সভাপতি তার বক্তৃতায় নতুন বোর্ডকে অভিনন্দন জানান। নবনির্বাচিত গভর্নিং বডি ৩৫ জন সদস্য নিয়ে গঠিত।

সংস্থাটি ১০০ টিরও বেশি দেশে পাওয়া যায় এবং সারা বিশ্বে ২০০,০০০ এরও বেশি সদস্য রয়েছে।

JCI Bangladesh সারাদেশ থেকে ৪০০০ জনেরও বেশি সদস্যের সংখ্যা সহ ৩৫ টি স্থানীয় সংস্থা নিয়ে বাংলাদেশে তার কার্যক্রম পরিচালনা করছে ।