জয় দিয়ে ২০২০ সাল শেষ করল অ্যাতলেটিকো

লা লিগার এ মৌসুমে দারুণ ছন্দে রয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। স্পেন সেরা প্রতিযোগিতার পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটি বছরের শেষটাও জয়ে রাঙিয়েছে। ২০২০ সালে লা লিগায় নিজেদের শেষ ম্যাচে লুইস সুয়ারেজের একমাত্র গোলে গেটাফেকে হারিয়েছে অ্যাতলেটিকো।

গতকাল বুধবার রাতে গেটাফের বিপক্ষে ঘরের মাঠে ১-০ গোলে জিতেছে অ্যা্লেতটিকো। জয়সূচক গোলটি করেন মৌসুমের শুরুতে অ্যাতলেটিকো যোগ দেওয়া সুয়ারেজ।

এদিন ম্যাচের ২০ মিনিটেই ব্যবধান করা গোলটি পেয়ে যান সুয়ারেজ। ইয়ানিক কারাসকোর বাড়ানো বল ধরে জয় নিশ্চিত করেন তিনি।

দিনের আরেক ম্যাচে রিয়াল মাদ্রিদের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে এলচে। রিয়ালের হয়ে একমাত্র গোলটি করেন লুকা মদ্রিচ। আর অতিথিদের হয়ে জালের দেখা পেলেন ফিদেল।

চলতি লিগে ১৪ ম্যাচে তাদের পয়েন্ট ৩৫ নিয়ে সবার ওপরে আছে অ্যাতলেটিকো মাদ্রিদ। ১৬ ম্যাচে ১০ জয় ও তিন ড্রয়ে ৩৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল। ১৬ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রিয়াল সোসিয়েদাদ। সমান ২৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে সেভিয়া ও পঞ্চম স্থানে আছে ভিয়ারিয়াল। ২৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে বার্সেলোনা।