ডিএনসিসি: চিরুনি অভিযানের দশম দিনে ১.৫ লাখ টাকা জরিমানা

এডিস মশা নিয়ন্ত্রণের মাধ্যমে নগরবাসীকে ডেঙ্গু ও মশাবাহিত অন্যান্য রোগ থেকে সুরক্ষা দিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ১০ দিনব্যাপী চালানো বিশেষ পরিচ্ছন্নতা অভিযান (চিরুনি অভিযান) বৃহস্পতিবার শেষ হয়েছে।

আজ অভিযানে ৮ হাজার ৯৩৭টি বাড়ি, স্থাপনা ইত্যাদি পরিদর্শন করে ৪২টিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। এছাড়া ৫ হাজার ৭৯টি বাড়ি ও স্থাপনায় ময়লা-আবর্জনা ও জমে থাকা পানি পাওয়া যায়। পরে ময়লা-আবর্জনা পরিষ্কার এবং জমে থাকা পানিতে মশার কীটনাশক প্রয়োগ করে তা ফেলে দেয়া হয়।

আজ এডিসের লার্ভা পাওয়ায় ও অন্যান্য অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আট মামলায় ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ঢাকা-১৮ আসন উপনির্বাচনের কারণে আজ অঞ্চল ১, ৬ ও ৮-এ চিরুনি অভিযান স্থগিত ছিল। শনিবার এ তিনটি অঞ্চলে দশম দিনের চিরুনি অভিযান অনুষ্ঠিত হবে।