ডিএসইতে লেনদেনের সঙ্গে বেড়েছে সব ধরনের সূচক

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সমাপ্ত সপ্তাহে লেনদেনের সঙ্গে সব ধরনের মূল্য সূচক বেড়েছে। আগের সপ্তাহের তুলনায় আলোচ্য সপ্তাহে লেনদেন বেড়েছে ২৮ দশমিক ৬৮ শতাংশ। তবে আগের সপ্তাহে ৪ দিন লেনদেন হলেও সদ্য সমাপ্ত সপ্তাহে নির্ধারিত ৫ দিনই লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, গত সপ্তাহে ডিএসইতে ৪ হাজার ৭৯৩ কোটি ৭৫ লাখ ৭২ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ৩ হাজার ৭২৫ কোটি ৪৫ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছিল। সেই হিসাবে আলোচ্য সপ্তাহে লেনদেন বেড়েছে ২৮ দশমিক ৬৮ শতাংশ।

সমাপ্ত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৯৫ দশমিক ৬০ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির লেনদেন হয়েছে ২ দশমিক ৪৩ শতাংশ। ‘এন’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ১ দশমিক ২৪ শতাংশ। ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে দশমিক ৭৩ শতাংশ।

ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক বেড়েছে দশমিক ২৯ শতাংশ বা ১৬ দশমিক ৭৯ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে ডিএসই৩০ সূচক বেড়েছে ২ দশমিক শূন্য ৮ শতাংশ বা ৪৩ দশমিক ৪৪ পয়েন্ট। অপরদিকে, শরীয়াহ বা ডিএসইএস সূচক বেড়েছে শূন্য দশমিক ৬৯ শতাংশ বা ৮ দশমিক ৯৯ পয়েন্ট।

সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩৩৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩৫টি কোম্পানির দর বেড়েছে। আর দর কমেছে ১৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির। আর লেনদেন হয়নি ১টি কোম্পানির শেয়ার।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সেচঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ৩৩০ কোটি ৯২ লাখ ৩১ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। তবে সার্বিক সূচক বেড়েছে দশমিক ২৫ শতাংশ।

সপ্তাহজুড়ে সিএসইতে তালিকাভুক্ত মোট ২৮৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১২টি কোম্পানির। আর দর কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টির।