তথ্য হালনাগাদের আহ্বান হাইডেলবার্গ সিমেন্টের

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি হাইডেলবার্গ সিমেন্ট শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাব, ঠিকানা ও মোবাইল নম্বরের মতো তথ্যগুলো হালনাগাদের আহ্বান জানিয়েছে। সেই সঙ্গে আগামী ২৮ মার্চ রেকর্ড ডেটের আগেই ১২ ডিজিটের কর শাক্তকরণ (টিন) নস্বরসহ বিও অ্যাকাউন্ট হালনাগাদেরও আহ্বান জানিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোনো শেয়ারহোল্ডার যদি রেকর্ড ডেটের আগে টিআইএন নম্বর হালনাগাদ করতে ব্যর্থ হয়, তাহলে লভ্যাংশে ১০ শতাংশের পরিবর্তে ১৫ শতাংশ কর কাটা হবে।

উল্লেখ, কোম্পানিটির সাম্প্রতিক পর্ষদ বৈঠকে বিদায়ী ২০১৬ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়েছে। আলোচ্য বছরে কোম্পানিটি ৩০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৬ টাকা ৬৯ পয়সা। আর শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ৯৮ টাকা ৯৬ পয়সা।

 

সুত্র: অর্থসূচক