ত্রাণ বিতরণে দুর্নীতি সহ্য করা হবে না

ত্রাণ বিতরণে দুর্নীতি করলে তা সহ্য করা হবে না।  সংশ্লিষ্ট ব্যক্তিকে কঠোর শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগমন্ত্রী মোফাজ্জাল হোসেন চৌধুরী মায়া।

বৃহস্পতিবার ৪ মে সচিবালয়ে নিজ দপ্তরে হওরের বন্যার বিষয়ে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, হওরের গরিব মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেললে- তাকে ছাড় নয়। এ বিষয়ে জিরো টলারেন্সে আছে সরকার। হাওরের অনেক মানুষ সরকারি ত্রাণ পাচ্ছে না। এই সংখ্যাটা উল্লেখযোগ্য। এলাকার মেম্বর, চেয়ারম্যানরা তাদের নিজস্ব লোকদের তালিকা করে ত্রাণ দিচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। ৫০০ টাকা করে দেওয়ার কথা থাকলেও মাত্র ১০০ টাকা করে দিচ্ছেন তারা।

এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে মন্ত্রী বলেন, আপনাদের এসব অভিযোগ আমরা নোটিশে নিলাম। এসব অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত ৩ লাখ ৩০ হাজার ক্ষতিগ্রস্ত পরিবারকে আমরা সহায়তা দিয়েছি। এছাড়া ৫০ হাজার জেলেকেও ওএমএস ও ভিজিএফ কর্মসূচির আওতায় নিয়ে এসেছি আমরা। জেলেরাও এই সহায়তা পাবে।

আজকের বাজার: আরআর/ ০৪ মে ২০১৭