দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার টপটেন লুজারের শীর্ষে রয়েছে ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। এদিন শেয়ারটির দর কমেছে ১ টাকা ২০ পয়সা বা ৮ দশমিক ১১ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ ১৩ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটির এক হাজার ২৯৬ বারে ২৬ লাখ ৩৯ হাজার ৭৭৯টি শেয়ার লেনদেন হয়।

লুজারের দ্বিতীয় স্থানে থাকা মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দর কমেছে ৪০ পয়সা বা ৪ দশমিক ২১ শতাংশ। আজ শেয়ারটি সর্বশেষ ৯ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১৪ বারে ৬ হাজার ৩৪৭টি শেয়ার লেনদেন করে।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইমাম বাটন, সোনারগাঁও টেক্সটাইল, গ্লোবাল ইন্স্যুরেন্স, কে অ্যান্ড কিউ, ম্যাকসন স্পিনিং, ইন্টারন্যাশনাল লিজিং, সাফকো স্পিনিং ও রূপালী ব্যাংক লিমিটেড।