দর বাড়ার শীর্ষে লংকাবাংলা ফিন্যান্স

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে লংকাবাংলা ফিন্যান্স লিমিটেড। এদিন শেয়ারটির দর ৪ টাকা  ১০ পয়সা বা ৭ দশমিক ৭২ শতাংশ বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ ৫৭ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৪ হাজার ৭৩১ বারে এক কোটি ৩ লাখ ৭২ হাজার ৪০৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ছিল ৫৭ কোটি ৬৮ লাখ টাকা। গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে ইফাদ অটোস লিমিটেড। এদিন শেয়ারটির দর বেড়েছে ৮ টাকা ৩০ পয়সা বা ৬ দশমিক ৭৯ শতাংশ। আজ শেয়ারটি সর্বশেষ ১৩০ টাকা ৫০ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৪ হাজার ৬৪৮ বারে ৩৩ লাখ ৬৭ হাজার ২৯১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪২ কোটি ৯৩ লাখ টাকা।

তালিকার তৃতীয় স্থানে থাকা আমান ফিডের ৬ টাকা বা ৭  দশমিক ৫৯ শতাংশ দর বেড়েছে। গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মালেক স্পিনিং মিলস, সেন্ট্রাল ফার্মা, ন্যাশনাল পলিমার, বারাকা পাওয়ার, ইস্টার্ন লুব্রিকেন্টস, জাহিন টেক্স ও জিএসপি ফিন্যান্স।

সুত্র: অর্থসূচক