দর বৃদ্ধির কারণ নেই আইসিবির

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) অস্বাভাবিক দর বৃদ্ধির পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে কোম্পানির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাওয়া হয়। গতকাল ১০ এপ্রিল, সোমবার কোম্পানির পক্ষ থেকে জানানো হয় অস্বাভাবিক দর বাড়ার পেছনে কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই।

উল্লেখ্য গত ১৯ মার্চ শেয়ারটির দর ছিল ১৬৩ টাকা ১০ পয়সা। আজ প্রতিবেদন লেখা পর্যন্ত সময়ে কোম্পানির শেয়ারের সব শেষ লেনদেন হয় ২১২ টাকা ১০ পয়সায়। আলোচ্য সময়ের মধ্যে কোম্পানির শেয়ারের মূল্য ৪৯ টাকা বেড়েছে।

‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ১৯৭৭ সালে। কোম্পানির পরিশোধিত মূলধন রয়েছে ৬৩২ কোটি ৮১ লাখ টাকা এবং মোট শেয়ার রয়েছে ৬৩ কোটি ২৮ লাখ ১২ হাজার ৫০০ টি।