‘নতুন আইনে করের আওতা বাড়বে’

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সরকার অর্থনৈতিক শৃংখলা ফিরিয়ে এনে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’ আইন বাস্তবায়ন করছে। এটা বাস্তবায়ন হলে, দেশের করের বোঝা বাড়বে না, বরং করের আওতা বাড়বে।

মঙ্গলবার,২৫এপ্রিল রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ভ্যাট অনলাইন প্রকল্প কার্যালয়ে নতুন মূল্য সংযোজন ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ বাস্তবায়ন বিষয়ক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, গত অর্থবছর ৩ লাখ ৪০ হাজার কোটি টাকার বাজেট দেওয়া হয়েছে। আগামী অর্থবছর ৪ লাখ ২২ হাজার কোটি টাকার বাজেট দেওয়া হচ্ছে। এ টাকা কোথা থেকে আসবে?

“করের বোঝা না করের আওতা বাড়িয়ে এ অর্থ তোলা হবে।”

তিনি বলেন,সবার সঙ্গে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে এ আইন করা হয়েছে। ব্যবসায়ীরা বলেছে এ আইন ভালো। এ আইনের জন্য আর উকিল লাগবে না। এটা ভালো জিনিস। বাংলাদেশের প্রেক্ষাপটে ২৮ থেকে ৩০ লাখ মামলা পেইন্ডিং।

আইনমন্ত্রী বলেন, যেকোন আইন করার প্রেক্ষিত থাকে। নতুন ভ্যাট আইন করার ক্ষেত্রে জাতীয় প্রয়োজন ও অর্থনৈতিক শৃংখলা এ দুটোর দিকে লক্ষ্য করা হয়েছে।

তিনি বলেন, এ আইনের ফলে ব্যবসায়ীদের সঙ্গে করদাতাদের দেখা হবে না। এ আইনে ব্যবসায়ীদের ভ্যাট ট্রাস্টি বলে সম্মান দেওয়া হয়েছে। এর উদ্দেশ্য হল প্রধানমন্ত্রীর সোনার বাংলা বাস্তবায়ন করা। প্রধানমন্ত্রী একা এ আইন বাস্তবায়ন করতে পারবেন না। দেশের সকল মানুষকে সম্পৃক্ত করে বাস্তবায়ন করতে হবে। ব্যবসায়ীরা আমাদের পার্টনার। আমরা একে অপরের সাথে সংঘাতে যাব না। এ আইন অত্যন্ত স্বচ্ছ।

তিনি আরও বলেন, মানি লন্ডারিং যে আইন হয়েছে তার জন্যও নতুন ভ্যাট আইন প্রয়োজন। এ আইন বাস্তবায়নে সবার সম্পৃক্ততা প্রয়োজন। ব্যবসায়ীরা যদি সহযোগিতা করে ভ্যাট রেজিস্ট্রেশন ৮ লাখ ও রিটার্ন দাখিল ৩৫ হাজারের যে ব্যবধান তা কমে আসবে। এ আইন বাস্তবায়ন কঠিন হবে না।

এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে এফবিসিসিআই এর সভাপতি আব্দুল মাতলুব আহমাদ, এনবিআর সদস্য ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন, রেজাউল হাসান বক্তব্য রাখেন।

আজকের বাজার:এলকে/এলকে/২৫এপ্রিল,২০১৭