নাটোরে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত

জেলায় আজ ছয়টি বিষয়ে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা শেষে বিকেলে কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মিলনায়তনে বিজয়ীদের মাঝে সনদ বিতরণ করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।

ভাষা ও সাহিত্য, দৈনন্দিন বিজ্ঞান, বিজ্ঞান, গণিত ও কম্পিউটার, বাংলাদেশ স্টাডিজ এবং অটিস্টিক শিক্ষার্থীদের জন্যে বাংলাদেশ স্টাডিজ বিষয়ে প্রতিযোগিতায় জেলার সাতটি উপজেলা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহন করে।

ছয়টি ইভেন্টের বিজয়ীরা আগামী ১০মে রাজশাহীতে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহন করবে। এরপরে বিভাগীয় পর্যায়ের বিজয়ীরা যাবেন জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: নাদিম সারওয়ারের সভাপতিত্বে সমাপনী এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা মো: আখতার হোসেন, শিক্ষাবিদ সুবিধ কুমার মৈত্র, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক এবং নাটোর প্রেস ক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন। অনুষ্ঠান পরিচালনা করেন নাটোর কলেক্টরেট স্কুল এন্ড কলেজের জি এম ইস্রাফিল ইসলাম। খবর-বাসস

আজকের বাজার/আখনূর রহমান