নায়াগ্রা যখন জমে যায়!

তিনটি প্রকাণ্ড জলপ্রপাত মিলে সৃষ্ট নায়াগ্রা জলপ্রপাতের খ্যাতি বিশ্বজুড়ে। কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সীমান্ত ছাপিয়ে গিয়েছে এই জলপ্রপাত।

স্বাভাবিকভাবেই, প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে শয়ে শয়ে মানুষ ভিড় জমান জলপ্রপাতের ধারে। পর্যটকদের এই ঢল থাকে শীত-গ্রীষ্ম নির্বিচারে সারা বছরই। কারণ, বছরের অন্যান্য সময়ে জলের ধারা অব্যাহত থাকলেও, শীতের সময় তা একেবারেই জমে যায়। এবং বরফের নানা আকৃতিও হয় দেখার মতো।

২০১৭ সালের শেষ হয়েছে উইকএন্ড দিয়ে। নায়াগ্রা দেখার ভিড় স্বাভাবিকভাবেই বেড়ে গিয়েছিল হাজার গুণ। ৩১ ডিসেম্বর সেখানে তাপমাত্রা ছিল মাইনাস ১২ ডিগ্রি সেলসিয়াস। ফলত, জলপ্রপাতের বেশিরভাগটাই জমে গিয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

সোশ্যাল মিডিয়ায় নিজেদের ইনস্টাগ্রাম, ফেসবুক বা টুইটারে অনেকেই শেয়ার করেছেন জমে যাওয়া নায়াগ্রার অসাধারণ সব ছবি।

সূত্র: ওয়েবসাইট

আজকের বাজার: এসএস/ ১ জানুয়ারি ২০১৮