পুঁজিবাজারে নিম্নমুখী লেনদেন অব্যাহত

১৮ এপ্রিল, ২০১৭:আজকের বাজারঃ ৯ কার্য দিবসে সোমবার সামান্য পরিবর্তন দেখা দিলেও, আবারো মূল্য সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর কমেছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন চলছে।

মঙ্গলবার বেলা ১২টা পর্যন্ত ডিএসইতে ২৪৫ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। অন্যদিকে সিএসইতে লেনদেন হয়েছে ১৫ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ২৯৯টি কোম্পানীর শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০০টির, কমেছে ১৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির শেয়ার দর।

এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১৬ পয়েন্ট কমে ৫ হাজার ৫৭৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ২৮৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৫৯ পয়েন্টে।

অন্যদিকে প্রথম দুই ঘণ্টায় সিএসইতে ১৫ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এসময় সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৪০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ২৯৪ পয়েন্টে।

শেষ খবর পাওয়া পর্যন্ত সিএসইতে মোট লেনদেন হয়েছে ১৮১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৪ টির, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির।
আজকের বাজারঃএলকে/এলকে/১৮-০৪২০১৭