নিরাপত্তা খতিয়ে দেখতে আসছে সিএ প্রতিনিধি দল

বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে চলতি মে মাসের শেষ দিকে আসছে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রতিনিধি দল। শনিবার,৬ মে সংবাদমাধ্যমকর্মীদের এ তথ্য জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঊর্ধ্বতন এক কর্মকর্তা। তিনি জানান, নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) প্রতিনিধি দলের বাংলাদেশ সফরের বিষয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে তারা। তাদের স্বাগত জানিয়েছি আমরা। চলতি মাসের শেষ দিকে আসবে সিএ-এর নিরাপত্তা ব্যবস্থা বিষয়ক প্রতিনিধি দল।

দুই টেস্টের সিরিজ খেলার জন্য অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফরের বিষয়টি সিএ নিশ্চিত করার পর এ দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম। এর পরিপ্রেক্ষিতে গত ৪ মে বিসিবি সভাপতি বলেছিলেন, সিরিজের জন্য অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফরে শুরু থেকে শেষ পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা মূল্যায়নের বিষয়ে আলোচনা এবং কাজ চলছে।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, দুই টেস্টের সিরিজ খেলতে অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশে আসছে- এতে কোনো সন্দেহ নেই। আগামী ১৮ আগস্ট আসবে স্মিথবাহিনী।

তিনি আরও বলেন, আইসিসি মিটিংয়ের শেষ দিনেই ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) চেয়ারম্যান ডেভিড পিভারের সঙ্গে প্রথমবারের মতো বাংলাদেশ সফর নিয়ে আলোচনা হয়েছে। আগস্টের শেষে স্টিভেন স্মিথবাহিনীর বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। ওই সফর চলাকালে স্ত্রীকে বাংলাদেশ সফর করবেন আশ্বাস দিয়েছেন সিএ চেয়ারম্যান।

বিসিবি চেয়ারম্যান বলেন, ২০১৫ সালের অক্টোবরে দুইটি টেস্ট খেলার জন্য অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফরের কথা ছিল। কিন্তু সেবার নিরাপত্তা ঝুঁকিতে ইস্যু করে সে সফর বাতিল করেছিল দেশটির ক্রিকেট বোর্ড। তাই অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর আমাদের জন্যও গুরুত্বপূর্ণ। সেজন্য দেশের নিরাপত্তা ইস্যু নিয়েও কাজ করা হচ্ছে।

প্রসঙ্গত, ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর ২০০৬ সালে রিকি পন্টিংয়ের নেতৃত্বে বাংলাদেশ সফর করেছিল অস্ট্রেলিয়ার ক্রিকেট দল। এরপর ১০ বছরের বেশি সময় পার হলেও টেস্ট র‍্যাংকিংয়ের সামনের কাতারের দলটির বিপক্ষে আর কোনো টেস্ট খেলা হয়নি টাইগারদের।

২০১৫ সালের অক্টোবরে ঢাকা এবং চট্টগ্রামে দুইটি টেস্ট খেলার জন্য অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফরের কথা ছিল। কিন্তু সেবার নিরাপত্তা ঝুঁকিতে ইস্যু করে সে সফর বাতিল করে নেয় দেশটির ক্রিকেট বোর্ড।

এরপর দেশের মাটিতে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের আয়োজন করেছিল বাংলাদেশ। সে টুর্নামেন্ট থেকেও নিজেদের দল প্রত্যাহার করেছিল অস্ট্রেলিয়া। এরপর ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দ্বি-পাক্ষিক সিরিজ আয়োজন করে কঠোর নিরাপত্তা ব্যবস্থার উদাহরণ তৈরি করে বাংলাদেশ।

ওসব টুর্নামেন্ট এবং সিরিজের নিরাপত্তা ব্যবস্থার দিকে নজর দিয়ে বার বার অস্ট্র্রেলিয়াকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়ে আসছিল বিসিবি। অবশেষে ২০১৭ সালে বাংলাদেশ সফরের বিষয়ে নিশ্চয়তা দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে ব্যস্ত সিডিউলের কারণে ২০১৬ সালে বাংলাদেশে আসতে পারবে না বলে জানিয়েছিল নেতৃত্বস্থানীয় ক্রিকেট বোর্ডটি।

আজকের বাজার:এলকে/এলকে/ ৬ মে,২০১৭