নিরাপত্তা চেয়ে তেজগাঁও থানায় শাকিব’র জিডি

এবার আইনি সহায়তা চাইলেন চিত্রনায়ক শাকিব খান। থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ঢাকাই ছবির এই অভিনেতা। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের রাতে তাকে লাঞ্ছিত করার ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় গতকাল সোমবার সাধারণ ডায়রি করেন শাকিব খান।
অভিযুক্তদের তালিকায় চিত্রনায়ক জায়েদ খান ও সাইমন সাদিকের নামও উল্লেখ রয়েছে। লিখিত অভিযোগে শাকিব খান বলেন, ‘আমি বিএফডিসিস্থ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সভাপতি পদে দায়িত্বরত আছি। গত ৫ মে বিএফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ২০১৭ অনুষ্ঠিত হয়। এদিন দিবাগত রাত অনুমান দেড়টার দিকে বিভিন্ন মারফত আমার কাছে খবর আসে যে, নির্বাচনের ফলাফল এখন পর্যন্ত প্রকাশিত হচ্ছে না। আপিল বিভাগের লোকজন শিল্পী সমিতির ভেতরে ভোট গণনা কেন্দ্রে অবস্থান করছেন।

চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সভাপতি হিসেবে বিষয়টি দেখা আমার এখতিয়ারভুক্ত বিধায় আমি বিএফডিসিতে আসি এবং দেখি যে, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির অফিসে আপিল বিভাগের লোকজন ও বাইরে বহিরাগত লাল গেঞ্জি পরিহিত পিস্তল হাতে একজন সন্ত্রাসীসহ চাপাতি হাতে কয়েকজন লোকসহ আরও লোক অবস্থান করছে।

এই সব বহিরাগত লোকজন বিএফডিসির ভেতরে এত রাতে কীভাবে এলো এবং কেন অস্ত্র হাতে অবস্থান করছে জানতে চাইলে ওখানে উপস্থিত সাইফ খান কালু (নৃত্য পরিচালক), সায়মন সাদিক (নায়ক), জিয়া (অভিনেতা), ফাইটার শামীমসহ অজ্ঞাতনামা অনেক লোকজন আমার ওপর হামলা করতে আসে। আমাকে ছোরা দিয়ে আঘাত করার চেষ্টা করে। আমার একজন ভক্ত আমাকে রক্ষা করতে গেলে আক্রমণকারীর ছুরির আঘাতে তার হাত কেটে যায়। আমি নিজের প্রাণ রক্ষার্থে পুলিশ, আমার ব্যক্তিগত দেহরক্ষী, কিছু কলাকুশলীর সহযোগিতায় দ্রুত ঘটনাস্থল ত্যাগ করি। অভিযোগে শাকিব আরো বলেন, তখন ওই সন্ত্রাসীরা আমাকে মিথ্যা অপবাদ দিয়ে ধর ধর বলে ধাওয়া দেয়। বর্তমানে বিভিন্ন মারফত হইতে আমাকে হুমকি দেওয়া হচ্ছে যে, আমাকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করবে এবং রাস্তাঘাটে মেরে ফেলবে। এমতাবস্থায় আমি নিরাপত্তাহীনতায় ভুগছি এবং এই সমস্ত কর্মকাণ্ডের পরিকল্পনাকারী অভিনেতা জায়েদ খানসহ আরও অনেকেই জড়িত বলে আমার বিশ্বাস।

শাকিব খানের এই লিখিত অভিযোগটি তেজগাঁও শিল্পাঞ্চল থানার কর্তব্যরত কর্মকর্তা সঙ্গে সঙ্গে গ্রহণ করেন এবং একজন এসআইকে বিষয়টি তদন্তের দায়িত্বভার দেন। এদিকে সোমবার (৮ মে) নিজের নিয়মিত শারীরিক চেকআপের জন্য শাকিব খান রাজধানীর ল্যাবএইড হাসপাতালে যান।

আজকের বাজার:এসএ/এলকে/ ০৯ মে ২০১৭