নির্বাচনের আগে সব দলই কৌশলী হয়

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘নির্বাচনের আগে সব দলই কৌশল অবলম্বন করে। বিজয়ী হওয়ার জন্য অনেক কিছুই করতে হয়। কিন্তু আদর্শকে ভূলুণ্ঠিত করে নয়।’ এ সময় তিনি বলেন, ‘আওয়ামী লীগ একটি আদর্শবাদী অসাম্প্রদায়িক দল। সেই লক্ষ্যকে সামনে রেখেই আমাদের প্রধানমন্ত্রী কাজ করে থাকেন।’
শুক্রবার,২৮ এপ্রিল ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রয়াত সদস্য সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি সম্প্রতি হেফাজতে ইসলামের সঙ্গে সরকারের ঘনিষ্ঠতা নিয়ে নানা মহলের সমালোচনার প্রতি ইঙ্গিত করে এসব কথা বলেন। তোফায়েল আহমেদ বলেন, ‘আগামী নির্বাচন এ সরকারের আমলেই হবে। এ সরকার অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা পালন করবে তখন। বর্তমান নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, গত নির্বাচনে না এসে বিএনপি ভুল করেছে। এবার সে ভুল তারা করবে না।’
মন্ত্রী আরো বলেন, ‘সাংবাদিকদের সঙ্গে আমার সম্পর্ক পুরোনো। তারা অনেক ঝুঁকি নিয়ে কাজ করেন। এ জন্য তাদের অভিনন্দন জানাই। ডিআরইউ যে সক্ষমতার চেয়েও বড় উদ্যোগ নিয়েছে, এ জন্য অভিনন্দন জানাই।’ এ সময় তিনি ডিআরইউয়ের বৃত্তি ফান্ডে আর্থিক অনুদানের আশ্বাস দেন।

সাংবাদিকদের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্পর্কের বিষয়ে তোফায়েল আহমেদ বলেন, সাংবাদিক ফয়েজ আহমেদ, আবদুল গাফফার চৌধুরী, এনায়েত উল্লাহ খান প্রমুখের সঙ্গে বঙ্গবন্ধুর রাজনৈতিক মতবিরোধ ছিল; কিন্তু সম্পর্কের ঘাটতি ছিল না। আজকাল সে পরিবেশটা ক্রমশ হ্রাস পাচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিলবোর্ড অ্যাডভার্টাইজিং ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান। আয়োজক সংগঠনের সভাপতি সাখাওয়াত হোসেন বাদশার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন, সংগঠনের সাধারণ সম্পাদক মুরসালীন নোমানী। বক্তব্য দেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, অর্থ সম্পাদক মানিক মুনতাসীর।

অনুভূতি প্রকাশ করেন ডিআরইউর প্রয়াত সদস্য আরিফ রহমানের স্ত্রী অহনা আক্তার ও ওবায়দুল গণি চন্দনের স্ত্রী রুবিনা মোস্তফা। অনুষ্ঠানে ১৭ সাংবাদিক পরিাবারের সন্তানের হাতে শিক্ষাবৃত্তির ২৪ হাজার টাকা তুলে দেন তোফায়েল আহমেদ।

আজকের বাজার:এলকে/এলকে/২৮এপ্রিল,২০১৭