পদ্মায় নৌকা ডুবি: নৌকার মালিকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীর পদ্মায় নৌকা ডুবির ঘটনায় নৌকার মালিকসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে নৌপুলিশ।

শনিবার দুপুরে নগর নৌপুলিশের কনস্টেবল শরিফুল ইসলাম বাদী হয়ে নগরীর দামকুড়া থানায় এ মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন- নৌকার মালিক ঈসা, মিলন ও নৌকার মাঝি সুমন।

এ বিষয়ে রাজশাহী মহানগর নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি মাসুদ জানান, পদ্মায় নৌকা ভ্রমণে লাইফ জ্যাকেট বাধ্যতামূলক করা হলেও শুক্রবার তারা যাত্রীদের লাইফ জ্যাকেট না পরিয়ে নৌকায় উঠান। অবহেলার জন্য নৌকাডুবির ঘটনায় মালিক ও মাঝির নামে মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার বিকালে পবা উপজেলার হাড়োপুর এলাকায় পদ্মা নদীতে ১৩ জন যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটে। পরে ১১ জন উদ্ধার হলেও বিশ্ববিদ্যালয় ছাত্রীসহ দুজন নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধার ডুবুরি দলের অভিযান অব্যাহত রয়েছে।