পাবলিক সেক্টর থেকে প্রবাসীদের সৌদি ছাড়তে হবে

যেসব প্রবাসী শ্রমিক সৌদি সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত তাদেরকে আগামী ৩ বছরের মধ্যে বের করে দেওয়া হবে। মধ্যপ্রাচের তেল সমৃদ্ধ দেশটির সৌদিকরণ ২০২০ প্লানের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রবাসীদের হটিয়ে সেখানে স্থানীয়দের স্থলাভিষিক্ত করা হবে। এ লক্ষ্যে সৌদি আরবের সিভিল সার্ভিস মন্ত্রণালয় সব মন্ত্রণালয় ও সরকারি দপ্তরকে নির্দেশনা দিয়েছে।

সম্প্রতি এক বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের এক প্রতিমন্ত্রী আবদুল্লাহ আল মালফি বলেন, আগামী ২০২০ সালের পর সৌদি সরকারের পাবলিক সেক্টরে আর কোনো প্রবাসী শ্রমিক থাকবে না।

সৌদিকরণ ২০২০ প্লান বাস্তবায়ন নিয়ে এ বৈঠক হয়। মন্ত্রণালয়ের তথ্য মতে, গত বছর শেষে সৌদির পাবলিক সেক্টরে ৭০ হাজার প্রবাসী শ্রমিক কর্মরত আছে।

মালফি বলেন, সৌদি আরবের ভিশন ২০৩০ অর্জনে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হচ্ছে সব সেক্টরে স্থানীয়দের নিয়োগ দেওয়া। বেকার সমস্যা শূন্যের কোটায় আনা। এটা না করতে পারলে এ ভিশন পূরণ হবে না।

তিনি বলেন, সৌদির অর্থনীতিকে আবার ঘুরে দাড় করানোর লক্ষ্যে এ ভিশন হাতে নেওয়া হয়েছে। ভিশন পূরণে সরকার এখন নানা পদক্ষেপ গ্রহণ করছে।

আজকের বাজার:এলকে/এলকে/১৩ মে,২০১৭