পোল্যান্ডের সীমান্ত চেকপয়েন্ট বন্ধের জেরে বেলারুশের পাল্টা পদক্ষেপ

রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশ পোল্যান্ডের সীমান্ত চেকপয়েন্ট বন্ধের জেরে পাল্টা পদক্ষেপ নিয়েছে।
দেশটি শুক্রবার বলেছে, তারা তাদের ভূখন্ডে পোলিশ পণ্যবাহী ট্রাকের প্রবেশ সীমিত এবং যোগাযোগ কর্মকর্তাকে বহিষ্কার করছে।
এছাড়া দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বেলারুশের সাথে বিদ্যমান তিনটি সীমান্ত চেকপয়েন্টের একটি একতরফা ও অমানবিকভাবে বন্ধ করার নিন্দা জানাতে পোল্যান্ডের চার্জ দ্য এফেয়ার্সকে তলব করেছে।
এদিকে পাল্টা পদক্ষেপের কারণে পোলিশ পণ্যবাহী ট্রাক কেবলমাত্র দুদেশের অভিন্ন সীমান্ত ব্যবহার করে বেলারুশের ভেতর প্রবেশ ও বেরিয়ে যেতে পারবে, তৃতীয় দেশ লিথুনিয়া ও লাটভিয়া হয়ে নয়।
এদিকে মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে, বেলারুশ কর্তৃপক্ষ তার ভূখন্ডে পোলিশ বর্ডার গার্ডের যোগাযোগ কর্মকর্তার অব্যাহত উপস্থিতির প্রয়োজন মনে করছে না।
এতে আরো বলা হয়, পোল্যান্ডের জন্যে আরো কঠোর পাল্টা পদক্ষেপ গ্রহণ প্রয়োজন।
পরে পোল্যান্ডের স্বরাষ্ট্র মন্ত্রী মারিউস কামিনস্কি টুইটারে বলেছেন, বেলারুশ কর্তৃপক্ষ ঘোষিত এসব নিষেধাজ্ঞা বাস্তবায়ন করলে পোল্যান্ডও একই ধরনের পাল্টা পদক্ষেপ নেবে।
উল্লেখ্য, পোল্যান্ড গত সপ্তাহে নিরাপত্তার কথা বলে বেলারুশ সীমান্তের গুরুত্বপূর্ণ বাব্রোওনিকি চেকপয়েন্ট বন্ধের ঘোষণা দেয়।
এতে মস্কোর মিত্র বেলারুশ ও ন্যাটো সদস্য পোল্যান্ডের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দেয়।