প্রবাসী কল্যাণ ব্যাংককে বাণিজ্যিক ব্যাংক করার সুপারিশ

প্রবাসী কল্যাণ ব্যাংককে বাণিজ্যিক ব্যাংকে রূপান্তরিত করার সুপারিশ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি ।

আজ বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির এক বৈঠকে এ সুপারিশ করা হয়। এটি ছিল দশম জাতীয় সংসদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৬তম বৈঠক।

কমিটির সভাপতি নূরুল মজিদ মাহমুদ হুমায়নের সভাপতিত্বে এ বৈঠকে কমিটির সদস্য হুইপ মোঃ শাহাব উদ্দিন, মোঃ ইসরাফিল আলম, দিদারুল আলম এবং মাহজাবীন মোরশেদ অংশগ্রহণ করেন।

বিশেষ আমন্ত্রণে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নূরুল ইসলাম বি.এসসি বৈঠকে যোগদান করেন।

বৈঠকে বিগত সভার গৃহিত সিদ্ধান্তসমূহের বাস্তবায়নে অগ্রগতি, প্রবাসে কর্মরত কিছু সংখ্যক প্রবাসী মধ্যপ্রাচ্যসহ অন্যান্য দেশে মাদক ব্যবসাসহ নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে মর্মে কয়েকটি দূতাবাসের প্রকাশিত প্রতিবেদন এবং প্রবাসে কর্মরত নারী কর্মীদের নিরাপত্তায় হ্ইাকোর্টের নির্দেশিত মনিটরিং সেল গঠন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে জানানো হয়, যেসব প্রবাসী বাংলাদেশী মাদক ব্যবসাসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েছে সে সব দেশে বিদ্যমান বাংলাদেশ শ্রম উইং সংশ্লিষ্ট দেশের বিভিন্ন আদালতে আটককৃত বাংলাদেশিদের পক্ষে আইনজীবী নিয়োগসহ প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে।

এছাড়াও বৈঠকে জানানো হয়, প্রবাসে কর্মরত নারী কর্মীদের নিরাপত্তায় হ্ইাকোর্টের নির্দেশিত মনিটরিং সেল গঠন সম্পর্কে বিএমইটিতে প্রবাসী নারী কর্মীদের নামে একটি সেল গঠন করা হয়েছে। উক্ত সেলের পক্ষ থেকে বাংলাদেশের দূতাবাসের মাধ্যমে এ সংক্রান্ত বিষয়ে যোগাযোগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে।

বৈঠকে প্রবাসী কল্যাণ ব্যাংককে বাণিজ্যিক ব্যাংকে রূপান্তরিত করা, প্রবাসী কর্মীদের বৈধ পথে রেমিটেন্স আনার জন্য প্রণোদনা দেওয়া এবং প্রবাসী কল্যাণ ব্যাংকে যাতে মন্ত্রণালয়ের কর্তৃত্ব থাকে সে-বিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

বিমানবন্দরে প্রবাসী কর্মীরদের হয়রানি থেকে মুক্তি ও তাদের জন্য আলাদা কাউন্টার স্থাপন, প্রবাসে গমনকারী কর্মীদের জীবন বীমার আওতায় আনা এবং বিএমইটির আওতাধীন প্রশিক্ষণ সেন্টারগুলোতে প্রয়োজনীয় বাজেট বরাদ্দ রাখার বিষয়েও এ কমিটি সুপারিশ করে।

বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।